সেলিম হায়দার, তালা প্রতিনিধি: দলীয় নির্দেশ লঙ্ঘন করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তালা উপজেলার ১০ জন আওয়ামীলীগের নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৩ মার্চ) বিকালে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম বহিষ্কৃত ১০ জনের তালিকা প্রকাশ করে বলেন, কেন্দ্র আগে থেকেই তাদের দলের মূল প্রার্থীর বিপে যেতে নিষেধ করেছিল। কিন্তু তা না শুনে তারা বিদ্রোহী প্রার্থী হয়ে দাড়ান এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিপে অবস্থান নিয়েছিলেন। পরে তাদের কারণ দর্শানো নোটিশ করে তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছিল।
বহিষ্কৃতরা হলেন তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হামিজুদ্দীন গাজী, কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহাবাজ আলী, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, ইসলামকাটি ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক আব্দুল হামিদ, জাতীয় শ্রমিকলীগ ইসলামকাটি ইউনিয়ন শাখার সভাপতি মিনহাজ গাজী, তালা উপজেলা আওয়ামী লীগের সদস্য অশোক লাহিড়ী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম.এম ফজলুল হক, খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুর্শিদা পারভীন পাপড়ী, খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম লাল্টু এবং তালা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আজিজুর রহমান রাজু।
এদিকে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা তালার খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুর্শিদা পারভীন পাপড়ী জানান, তারা জনগণের প্রত্যাশার মুখে নির্বাচনে প্রার্থী হয়েছেন। দল তাকে বহিষ্কার করলেও তা মেনেই নির্বাচন করবেন তিনি।
১৩ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস