মোহাম্মদ আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় তেলবাহী ট্রাকের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, তালা উপজেলার কুমিরা গ্রামের হাচেন শেখের ছেলে একব্বর শেখ (৪৫) ও মনোহরপুর গ্রামের জব্বর বিশ্বাসের ছেলে রহিম বিশ্বাস (৪৫)। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার-খুলনা মহাসড়কের কুমিরা হাই স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খুলনাগামী একটি তেলবাহী ট্রাক কুমিরা হাইস্কুলের সামনে এসে মটরসাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কাদিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এসময় মটরসাইকের চালক মারাত্বক আহত হয়েছে।
২৪ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস