শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ০৮:২৬:৩৯

এক ট্রাক মাছের পোনা অবমুক্ত

 এক ট্রাক মাছের পোনা অবমুক্ত

সেলিম হায়দার তালা প্রতিনিধি: তালার চল্লিশা বিলের প্রায় সাড়ে ৮শ’একর জমিতে ধানের পর শুরু হয়েছে মাছ চাষ। জমি মালিকরা ধান কর্তনের শুরুতেই প্রথম দফায় শুক্রবার সকালে সেখানে  বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন ঘের মালিক মহব্বত গং। বর্ষা মৌসুমে অতি বৃষ্টির পানি নিষ্কাষিত হতে না পেরে কপোতাক্ষ উপকুলীয় অন্যান্য এলাকার ন্যায় গত কয়েক বছর ধরে তালার চল্লিশাবিলে তৈরি হয় স্থায়ী জলাবদ্ধতার। ফলে সেখানকার হাজার হাজার কৃষকরা ফসল ফলাতে না পেরে বছরের প্রায় সিংহ ভাগ সময় থাকত নানা অভাব অনটনে। তবে গত তিন বছরে অবস্থার সম্পূর্ণ পরিবর্তন ঘটেছে। সেখানে এখন ফলে সোনালী ধান। বিলের প্রায় সাড়ে ৮শ’একর জমির পানি সেচে দেবেন ধান উৎপাদন মৌসুমে, এমন শর্তে বিলটি ইজারা দেয়া হয় কেশবপুরের মহব্বত হোসেন গংদের নামে। তার পর থেকেই গত ৩ বছরে ধানের আবাদে বাম্পার ফলন পেয়ে স্বচ্ছলতা ফিরেছে জনপদের জমি মালিক কাম কৃষকদের ।

কপোতাক্ষের নাব্যতা হ্রাসে প্রতি বছর বর্ষা মৌসুমের পানি নিস্কাষিত হতে না পেরে দীর্ঘদিন যাবৎ সেখানকার প্রায়  সাড়ে ৮শ একর জমি  অনাবাদি থেকে যেত বছরের পর বছর। এরপর যেন তাদের কাছে আশার আলো হয়ে দেখা দেয় পার্শ¦বতী কেশবপুর এলাকার ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম ও তার ভাই মহব্বত হোসেন। এলাকাবাসী তাদের ডেকে নিয়ে ইরি-বোরো মৌসুমে সেচের শর্তে মৎস্য ঘেরের ইজারা  দেওয়ার পর থেকে সেখানে এখন ধানের আবাদ হয়। ফলন নিয়ে কৃষকরাও বেশ সন্তুষ্ট। তবে তাদের সেই আশার মাঝে  রীতিমত নিরাশার কালো অন্ধকার হিসেবে দেখা দেয় একটি তঞ্চকতা মুলক ডিড। ঘেরের নির্দিষ্ট  মেয়াদ শেষ হওয়ার আগেই এলাকার কিছু সুযোগ সন্ধানী চক্রের প্রত্যক্ষ হস্তক্ষেপে বিলের প্রায় ৮০ শতকরা মালিকদের বঞ্চিত করে ইজারা (ডিড) দেয়া হয় মধু-মোস্তাককে। এরপর বিষয়টি জমি মালিকদের গোচরিভুত হলে তারা রিতিমত ঐ তঞ্চকতা মুলক ডিড বাতিলের দাবিতে আন্দোলন সংগ্রাম শুরু করে। এনিয়ে স্থানীয় ও একাধিক জাতীয় দৈনিকে এলাকাবাসীকে প্রাধান্য দিয়ে ফলাও করে ব্যাপক ভাবে সংবাদ প্রকাশিত হয়।এর পর  জমি মালিকদের পক্ষে হাইকোর্টে দায়ের করা এক রিটে আদালত মোস্তাক আহম্মেদের অবৈধ ডিডের বিরুদ্ধে তিন মাসের স্থগিতাদেশ দেয়। এরপর সম্প্রতি মধু মোস্তাক গং ঐ নির্দেশনা অমান্য করে ঐ বিলটি দখল নিতে অপতৎপরতা শুরু করে। এসময় তারা সেখানে মাছের পোনা অবমুক্ত করারও অপচেষ্টা চালায়।

শর্তানুযায়ী জমি মালিকরা বিলের সমুদয় ধান সুষ্ঠুভাবে কর্তনের পর শুক্রবার কেশবপুরের এস এম মহব্বত হোসেনের নেতৃত্বে প্রথম দফায় এক ট্রাক বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন। এসময়  কয়েক শ’এলাকাবাসীর উপস্থিতিতে তাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এসময় জমি মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন,ডাঃ সাইদ,মোজাই গাজী, মোস্তফা আহম্মেদ,জয়নুল শেখ,জিয়াদ শেখ, খোকন শেখ, আলম শেখ,আশরাফুল মোড়ল,মোস্তফা মোড়ল, আশরাফ শেখ,মনিরুল ইসলাম গাজী,মুনসুর গাজী, মোস্তফা গাজী, মোদাচ্ছের গাজী, মিন্টু-১মিন্টু-২,ডাঃ অমল,ডাঃ মধুদাস সহ শত শত লোক উপস্থিত ছিলেন।
১৫ এপ্রিল ২০১৬/এমটিনিউজ/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে