সেলিম হায়দার, তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে হাবিবুল্লাহ (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। হাবিবুল্লাহ উপজেলার মুড়াকুলিয়া গ্রামে হেকমত সরদার ছেলে।
স্থানীয়রা জানায়, হাবিবুল্লাহ সকাল ৭টার সমায় বাড়ির পাশের একটি বাগানে আম কুড়াতে গিয়ে নিখোঁজ হয়। তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজা খুজির এক পর্যায়ে তাদের বাড়ির পাশে একটি পুকুরে পানিতে ভেসে থাকতে দেখে। এলাকাবাসী তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
শিশু পুত্রের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশুটির দেখতে তালা সদরের ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সরদার জাকির হোসেন ও স্থানীয় ওর্য়াডের মেম্বর সরদার ইয়াছিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ শিশুটির লাশ দেখতে যায় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
১৭ এপ্রিল,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস