সাতক্ষীরা থেকে : ‘আমি তো মারিনি। আল্লাহ মেরেছে ওকে’। পুলিশকে ধন্দে ফেলে দিয়ে একই কথা বারবার বলছিল অভিযুক্ত ঘাতক সাজু। পুলিশের পাল্টা প্রশ্ন করে ‘কিন্তু গ্রামবাসী যারা দেখেছেন তারাই তো বলছেন তুই মেরেছিস’। এর উত্তরে সাজু জানিয়েছে, 'আল্লাহ মারতে বলেছে বলেই তো আমি ওকে মেরেছি। আমার দোষ কোথায়'।
সাতক্ষীরার কলারোয়ার বসন্তপুরে ঘের কর্মচারি আবদুল মান্নানকে প্রকাশ্যে ধারালো দা দিয়ে হত্যা করে হাতেনাতে ধরা পড়া শাহজাহান আলি সাজু পুলিশের কাছে এভাবেই তার স্বীকারোক্তি দিয়েছেন। সে মাঝে মধ্যে বলেছে আমি ওকে খুন করতে যাবো কেন। ‘কিন্তু আমার মন যে বলেছে ওকে খুন কর। তাই খুন করেছি’।
পুলিশের প্রশ্নের জবাবে সে আরও বলেছে, 'ওর কি দোষ তা আমি জানি না। সব কিছুই জানে আল্লাহ। আল্লাহ ওর বিচার করেছে'। কলারোয়া থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন, সোমবার দুপুরে হত্যা করে গ্রামবাসীর সহায়তায় পুলিশের হাতে ধরা পড়ার পর সাজু এসব কথা বলেছে।
তিনি বলেন, অভিযুক্ত ঘাতক সাজুকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
সাজু প্রকারান্তরে হত্যার কথা স্বীকার করেছে জানিয়ে তিনি আরও বলেন, সে সব কিছুই আল্লাহর ওপর ফেলে দিয়ে নিজেকে রক্ষা করতে চায়। তবে এই হত্যার পেছনে অন্য কোনো রহস্য লুকায়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
মান্নান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সরসকাঠি পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই তানভির হোসেন বলেন, অভিযুক্ত ঘাতক সাজু নিজেকে রক্ষা করার কৌশল অবলম্বন করেছে। সে উল্টাপাল্টা কথা বলে পুলিশকে ধন্দে ফেলে দেয়ার চেষ্টা করছে।
তিনি বলেন সে এর আগেও মাদক মামলায় দুই বছর জেলে আটক ছিল। মাত্র সাত আট দিন আগে সে জেল থেকে বাড়ি ফিরেছে।
প্রসঙ্গত, সোমবার দুপুরে তাল কেটে খাওয়ার সময় হাত থেকে ধারালো দা কেড়ে নিয়ে কলারোয়ার বসন্তপুর গ্রামের ঘের কর্মচারি আবদুল মান্নানকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে একই গ্রামের শাহজাহান আলি সাজু। -যুগান্তর
১১ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস