শুক্রবার, ২৪ জুন, ২০১৬, ০৮:৪৭:৪১

ভেঙে গেছে বেড়িবাঁধ, পানিতে সয়লাব ৩ গ্রাম

ভেঙে গেছে বেড়িবাঁধ, পানিতে সয়লাব ৩ গ্রাম

সাতক্ষীরা : ভেঙে গেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ।  এতে পানিতে সয়লাব হয়ে গেছে ৩ গ্রাম।  

জোয়ারের পানিতে প্রায় এক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।  এতে দেড় হাজার বিঘা মাছের ঘের ও ফসলি জমি তলিয়ে গেছে।
 
২৪ জুন শুক্রবার দুপুরের উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের ৪নং পোল্ডারের কাছে খোলপেটুয়া নদের প্রায় দুশ’ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এতে প্রতাপনগর ইউনিয়নের কোলা, হিজলিয়া ও শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী গ্রাম প্লাবিত হয়।
 
স্থানীয় বাসিন্দারা জানান, বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল।  হঠাৎ দুপুরের জোয়ারে বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।  এতে তিনটি গ্রামের প্রায় এক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।  দেড় হাজার বিঘা মাছের ঘের এবং ফসলি জমি প্লাবিত হয়।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, আড়াই মাস আগে একই স্থানের বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার পর বেড়িবাঁধ সংস্কারের জন্য টেন্ডার দেয়া হয়।  কিন্তু পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি ও সংশ্লিষ্ট ঠিকাদার কাজ শুরু না করায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি আবারো ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়।  এতে প্রায় এক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি ও ঠিকাদার কাজ শুরু না করার কারণে বারবার বেড়িবাঁধ ভেঙে কয়েকটি এলাকা প্লাবিত হচ্ছে।
২৪ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে