শনিবার, ২৫ জুন, ২০১৬, ০৩:৪৮:১৯

মেয়ের মৃতদেহ ফেলে পালাল মা

মেয়ের মৃতদেহ ফেলে পালাল মা

সাতক্ষীরা : বাবার বাড়িতে মৃত সন্তানকে ফেলে রেখে পালিয়েছে এক মা।  এমন অমানবিক ঘটনা ঘটেছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার গরানবাড়ীয়া গ্রামে।

বাবার বাড়িতে মৃত সন্তানকে রেখে পালিয়েছে মা মোসলেমা খাতুন।   শনিবার সকালে এ ঘটনা ঘটে।

পরে সন্তানের লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  নিহত শিশুটির নাম রুপসী খাতুন।  তার বয়স ৫ বছর।  সে সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের ফজলু গোলদারের মেয়ে।

শিশুটির চাচা বাবু গোলদার জানান, মোসলেমা তার মেয়েকে নিয়ে সম্প্রতি ঢাকায় পালিয়ে গিয়ে সাদ্দাম হোসেন নামে একজনকে বিয়ে করে।  তারা ডেমরা এলাকায় বসবাস করতো বলে জানতে পেরেছি।  

বিয়ের পর থেকে ছনকায় শ্বশুরবাড়ি এলাকায় তার কোনো যোগাযোগ ছিল না বলে জানান তিনি।

তিনি জানান, শুক্রবার রাতে ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয় মোসলেমা।  শনিবার সকালে মোসলেমা দেবহাটা উপজেলার গরানবাড়ীয়া গ্রামে তার বাবা মৃত খোকন গোলদারের বাড়িতে যায়।

শিশুটির চাচা বাবু গোলদার জানান, এরপর শিশুটিকে সে বিছানায় ঘুম পাড়িয়ে দেয়ার নাম করে বেডশিট দিয়ে ঢেকে দেয়।  ঘণ্টাখানেকের মধ্যে মোসলেমাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পায়।

স্থানীয় ইউপি সদস্য শাহিনুর রহমান জানান, শিশুটিকে হয়তো কয়েকদিন আগেই হত্যা করা হয়েছে, এমনটাই দেখা গেছে।  

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ফোন পেয়ে তাকে পরামর্শ দিয়েছি মামলা ও ময়নাতদন্ত করার।
২৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে