সাতক্ষীরা : একটি পরিত্যক্ত ব্যাগের মধ্য থেকে ১১টি দেশি তক্ষক উদ্ধার করা হয়েছে। দাম শুনলে মাথা খারাপ হওয়া অবস্থা। ১১টি তক্ষকের দাম নাকি সাড়ে ৬ কোটি টাকা।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী গাড়াখালী এলাকা থেকে উদ্ধার করেছে বিজিবি। কাকডাংগা বিওপির নায়েক সুবেদার বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি টহল দল তক্ষকগুলো উদ্ধার করে।
৩৮ বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হাবিবুল্লাহ আল বাকী রোববার জানান, উদ্ধারকৃত তক্ষকের মূল্য ছয় কোটি ৬০ লাখ টাকা। তক্ষকগুলো খুলনা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
তবে এর সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।
২৭ জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম