সাতক্ষীরা : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট না দেয়ায় রাস্তার ইট খুলে নিল আওয়ামী লীগের এক নেতা। পরাজিত এক প্রার্থীর ভাই রাস্তা থেকে ইট খুলে নিয়ে চলে যায়।
সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পায়রা ডাংগা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, কিছুদিন আগে ইউপি নির্বাচনে শিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের টিকিটে হাতপাখা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন ইমাদুল ইসলাম।
পরাজয়ের ক্ষোভে প্রার্থীর ভাই শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন মানি ঈদ-উল-ফিতরের সপ্তাহ খানেক আগে রাস্তার সোলিংয়ের ইট খুলে নিয়ে যান।
স্থানীয়রা জানান, পায়রা ডাংগা মোল্যাপাড়ার প্রায় ৩০০ ফুট রাস্তার কয়েক হাজার ইট খুলে নিয়ে যান তিনি। এতে বাধা দেয়ায় এলাকাবাসীকে নাশকতা মামলায় জড়ানোর হুমকি দেন ওই নেতা।
এ ব্যাপারে স্থানীয় ১নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম বলেন, ওবায়দুর রহমান মানি ও আমি (মেম্বার) একই দল করি বিধায় আমার কিছুই বলার নেই।
তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ওবায়দুল রহমান মানি ইট খুলে নেয়ার কথা স্বীকার করে বলেন, রাস্তার ইটগুলো পুরনো ছিল। নতুন ইট দিয়ে সংস্কার করার জন্য খুলে নিয়েছি।
পায়রা ডাংগা মোল্যাপাড়ার ওই রাস্তা থেকে ইট তুলে নেয়ায় এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
১২ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম