সাতক্ষীরা থেকে : সাতক্ষীরার জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর মেয়েকে উত্ত্যক্ত করার দায়ে সাতক্ষীরা সরকারি কলেজের এক ছাত্রলীগ নেতাকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সাতক্ষীরা নির্বাহী হাকিম মনিরা পারভীন এ রায় দেন। কারাদণ্ডাদেশপ্রাপ্ত আশিকুর রহমান ছাত্রলীগ সাতক্ষীরা সরকারি কলেজের ইয়ার কমিটির সভাপতি। তিনি ওই কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রতিবছর ‘ইয়ার কমিটি’ নামে কলেজে ছাত্রলীগের কমিটি গঠিত হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ শেখ জানান, সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর মেয়ে সাতক্ষীরা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। একই কলেজে দ্বিতীয় বর্ষে লেখাপড়া করেন ছাত্রলীগ নেতা আশিকুর রহমান। আশিকুর প্রায়ই ওই ছাত্রীকে কলেজে যাতায়াতের পথে উত্ত্যক্ত করেন। আজও তিনি ছাত্রীকে উত্ত্যক্ত করেন।
ওসি এমদাদ আরো জানান, এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর পুলিশ আশিকুরকে হাতেনাতে আটক করে সরাসরি নির্বাহী হাকিম সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভিনের আদালতে নিয়ে যায়। আদালত শুনানি শেষে আশিকুরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এর পরই তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়।
১৮ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস