বুধবার, ২০ জুলাই, ২০১৬, ০৪:৩৬:৩১

সাজগোজে কনে, কারাগারে বর

সাজগোজে কনে, কারাগারে বর

সাতক্ষীরা : বিয়ের সাজগোজ করে পাটিতে বসেছিলেন কনে।  বর কবুল বলার অপেক্ষায় ছিলেন।  কিন্তু এরই মধ্যে ঘটে বিপত্তি।

গভীর রাতে বাল্যবিয়ের আয়োজন করায় বর, বরের বাবা ও কনের বাবাকে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

মঙ্গলবার রাতে জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামে এ বাল্যবিয়ের আয়োজন করেন মোশারফ তরফদার।  

একই গ্রামের আহসান মোল্লার ছেলে হাসান মোল্লা বরবেশে মোশারফ তরফদারের তেরো বছর বয়সী মেয়েকে বিয়ে করতে যান।  বিয়ের কাগজপত্রও তৈরি হচ্ছিল।  কবুল বলার জন্য বরও প্রস্তুত।  কিন্তু কবুল বলা হলো না আর হাসানের।

বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে ছেলে, ছেলের বাবা ও মেয়ের বাবাকে পৃথক পৃথকভাবে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম ছেলে হাসান মোল্যাকে এক মাস, ছেলের বাবা আহসান মোল্যাকে পনেরো দিন ও মেয়ের বাবা মোশারফ তরফদারকে পনেরো দিনের সাজা দেন।

এসময় নির্বাহী কর্মকর্তা বাল্যবিয়ের আয়োজন না করার জন্য সবাইকে অনুরোধ করেন।
২০ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে