সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ১৩ ট্রাক ভারতীয় মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে ৪৭ টন সামুদ্রিক ও ৬৫০ কেজি ভারতীয় বোয়াল মাছ রয়েছে।
১৩টি ট্রাকে করে বন্দর পার করার সময় বিজিবির বাঁশকল চেকপোষ্টে গতকাল রোববার রাত ৮টার দিকে মাছগুলো জব্দ করা হয়।
এ ব্যাপারে ভোমরা বিজিবি ক্যাম্পের কমান্ডার সিরাজুল গনি জানান, শুল্ক ফাঁকি দিতে ঘোষণার অতিরিক্ত মাছ ১৩টি ট্রাকে করে বন্দর পার করার সময় বাঁশকল চেকপোস্টে বিজিবি সদস্যরা ট্রাকগুলো আটক করে।
পরে তল্লাশি চালিয়ে অতিরিক্ত মাছ জব্দ করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। আটককৃত মাছ ভোমরা কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে ৩৮ ব্যাটালিয়নের গণসংযোগ কর্মকর্তা হাবিবুলাহ আল বাকী জানান, সিঅ্যান্ডএফ এজেন্ট মোস্তফা কামালের সুন্দরবন এন্টারপ্রাইজ লাইসেন্স ভাড়া করে ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজি দীর্ঘদিন ধরে মাছ, পান ও ফল আমদানি করে আসছেন।
তিনি জানান, তিনি মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে সামুদ্রিক ও স্বাদু পানির মাছ আমদানি করেন। পরে ভারতীয় ট্রাক থেকে তা বাংলাদেশের ট্রাকে আনলোড করা হয়।
তবে ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী জানান, পচনশীল পণ্য হিসেবে ঘোষণাবহির্ভূত চার টন মাছ ছিল। বিজিবি তা ১০ টন দেখিয়ে কাস্টমসে জমা দিয়েছে।
এ বিষয়ে ভোমরা কাস্টমস সুপার আব্দুল লতিফ জানান, ঘোষণাবহির্ভূত ১০ টন মাছ আমদানির অভিযোগে ইজরাইল গাজীকে দু’ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এমএস