সাতক্ষীরা : সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ৪ নেতার বাড়িতে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। সপ্তাহখানেক আগে ডাকযোগে আইএস পরিচয়ে ওই চিঠিগুলো আসে।
চিঠিতে বলা হয়, তোরা ভালো ভালো খেয়ে প্রস্তুত থাকবি। যেকোনো সময় তোদের হত্যা করা হবে।
চিঠি পাওয়ার পর নেতারা সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখকে বিষয়টি অবহিত করেন।
ঘটনা জানার পর ওসি তাদের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন। পরে নেতারা থানায় জিডি করেন।
চিঠিতে হুমকি পাওয়া নেতারা হলেন সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রইচপুর এলাকার রুহুল কুদ্দুস, সহ-সাধারণ সম্পাদক একই এলাকার কামাল হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা আনারুল ইসলাম ও সদস্য আইয়ুব আলী।
হুমকি পাওয়া নেতা ও তাদের পরিবারের সদস্যরা চরম আতঙ্কে আছে। ওসি ইমদাদুল হক শেখ জানান, বিষয়টি নিয়ি পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম