সিরাজগঞ্জ : জেলা বিএনপির সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন সদ্য ঘোষিত দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার রাত ৮ টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
গত ৬ আগস্ট বিএনপির ৫০২ সদস্যের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে টুকুকে ভাইস চেয়ারম্যান পদ দেয়া হয়েছে। তিনি পূর্বের কমিটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।
নতুন নীতিমালা মেনে তাকে যে কোনো একটি পদ ছাড়তে হবে বিধায় ইকবাল হাসান মাহমুদ টুকু কেন্দ্রীয় নেতৃত্বে থাকার সিদ্ধান্ত নিয়ে জেলার নেতৃত্ব ত্যাগ করলেন।
সিরাজগঞ্জ বিএনপির নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও দলে তার প্রভাবই রয়ে যাচ্ছে। কারণ, তার ছেড়ে দেয়া পদে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে তার স্ত্রী সাবেক এমপি রুমানা মাহমুদকে।
রুমানা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে টুকু দুর্নীতি দমন কমিশনের মামলায় প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণার পর সিরাজগঞ্জ সদর আসনে বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
রুমানা জেলা বিএনপির নেতৃত্বে আসার খবরে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। রুমানা নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বকে আরও শক্তিশালী করতে আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনে সকল মত পার্থক্য ভুলে এক হয়ে কাজ করতে হবে।
১৯ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস