সিরাজগঞ্জ : অনৈতিক সম্পর্কে জড়িয়ে বিয়েতে রফা এক ট্রাফিক সার্জেন্টের। ঘটনাটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজার এলাকার।
এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে ধরা খেয়ে বিয়ে করে রফা হয় আতিকুর রহমান (২৫) নামের এক ট্রাফিক সার্জেন্টের। শুক্রবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় ওই নারীর সঙ্গে বিয়ে দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়।
অভিযুক্ত আতিকুর রহমান বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরের বাসিন্দা এবং নাটোর জেলার উপর বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত।
রানী খাতুন (২০) নামের ওই নারী রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজার এলাকার সানোয়ার হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, এক বছর আগে ঘটকের মাধ্যমে তাদের মধ্যে বিয়ের কথাবার্তা হয়। এ সময় আতিকুর ঘটকের মাধ্যমে রানীর মোবাইল নম্বর নেন।
তাদের মধ্যে বিয়ে না হলেও দু'জন কথাবার্তা চালিয়ে যেতে থাকেন। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে অনৈতিক সম্পর্কে গড়ায়। এরপর সার্জেন্ট আতিকুর মাঝে মধ্যেই রানীর বাড়িতে আসা-যাওয়া করতেন।
রানী ও তার মা বুঝতে পারেন যে, ওই সার্জেন্ট শুধু অনৈতিক সম্পর্কই রাখতে চান, বিয়ে করতে চান না। এ অবস্থায় শুক্রবার সকালে সার্জেন্ট আতিকুর দেখা করতে আসলে তাকে আটকে রাখে রানীর পরিবারের সদস্যরা।
বিকেলে বিষয়টি জানাজানি হলে আতিকুরকে তারা পরিবারের লোকজনকে খবর দিতে বলেন। খবর পেয়ে তারা এলে সোনাখাড়া ইউনিয়ন পষিদের চেয়ারম্যান মোস্তফা কামাল রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় গভীর রাত পর্যন্ত চলে দেনদরবার।
পরে রাতেই ৮ লাখ টাকা কাবিননামায় আতিক ও রানীর বিয়ে দেয়া হয়।
২৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম