‘নষ্টের বীজ বপন করেছিলেন জিয়া’
সিরাজগঞ্জ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষ বাংলাদেশে ক্ষমতা দখল করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের বীজ বপন করেছিলেন জেনারেল জিয়া বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডব পরিদর্শনকালে তিনি এমন মন্তব্য করেন।
নাসিম বলেন, সেই ধারাবাহিকতায় রাজনীতি করে বেগম খালেদা জিয়াও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর আঘাত হেনেছেন। বিএনপির আমলে জঙ্গিবাদের উত্থান হয়েছে।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা তাদের শাসনামলে শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করতে পারেননি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সাম্প্রদায়িক সম্প্রীতির উন্মেষ হয়েছে। সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের সুযোগ পেয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের বাগবাটি, কাজীপুরের সোনামুখী ও জেলা শহরের মুজিব সড়কের মহাপ্রভুর পূজামণ্ডবসহ শহরের বেশ কয়েকটি পূজামণ্ডব পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের এমপি অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সিরাজুল ইসলাম খান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, আবদুল লতিফ তারিন, দানিউল হক দানী প্রমুখ।
২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�