রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫, ০৮:২৭:০৫

চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

সিরাজগঞ্জ : জেলা জিআরপি পুলিশের হাতে সিক্সআপ মেইল ট্রেনের ড্রাইভার ও গার্ড আহত হওয়ায় সিরাজগঞ্জ-রাজশাহী রুটে ৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। আহত ট্রেনের ড্রাইভার আনিসুর রহমান ও গার্ড আনোয়ার হোসেনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। রাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহেড়ী মোহনপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা সিক্সআপ মেইল ট্রেনে লাশটি নিয়ে আসে সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশ। রাত ৮টায় সিরাজগঞ্জ বাজার স্টেশনে পৌঁছলে পুলিশ লাশ নামানোর জন্য ট্রেনের গার্ড ও ড্রাইভারকে নির্দেশ দিলে তারা অপারগতা জানান। এতে ক্ষুব্ধ হয়ে দায়িত্বে থাকা জিআরপি পুলিশ তাদের উপর হামলা করে। এ ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ট্রেনটি রাত সাড়ে ৮টার দিকে স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও রাত ১২টার সময় সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকা ত্যাগ করে। ঈশ্বরদীর রেলওয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ট্রেনটি ছাড়া হয়। বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী। এ দিকে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বলেন, ‘গার্ড ও পুলিশের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কি-না তা আমি জানিনা।’ ২৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে