বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৭:০৭:৪৩

‘জয়বাংলার লোক হলেও ক্ষমা নেই’

‘জয়বাংলার লোক হলেও ক্ষমা নেই’

ঢাকা : স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চিকিৎসা পেশা একটি মহৎ পেশা। চিকিৎসকদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। চিকিৎসা সেবায় কোনো ধরনের গাফিলতি মেনে নেয়া হবে না। যে দায়িত্বে অবহেলা করবে জয়বাংলার লোক হলেও ক্ষমা করা হবে না। বুধবার বিকেলে সিরাজগঞ্জে কাজিপুরে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন শেষে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাসিম বলেন, বাংলাদেশের সম্পদের পরিমাণ খুবই কম। এরপরও জননেত্রী শেখ হাসিনা স্বল্প সম্পদের সুষ্ঠ ব্যবহার করে মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন। আজ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। তিনি বলেন, জামায়াত-শিবিরকে সাথে নিয়ে দেশব্যাপী জ্বালাও-পোড়াও করে খালেদা জিয়া এখন নেতাকর্মীবিহীন। ভাড়া কর্মী দিয়ে তিনি রাজনীতি করছেন। তাকে দেখে আর ভয় পাওয়ার কিছু নেই। খালেদা জিয়া আর ক্ষমতায় আসতে পারবে না। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. দেবপদ রায়। সভায় বক্তব্য রাখেন মন্ত্রীর সহধর্মিনী লায়লা আরজুমান্দ আরা বানু, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবির, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বগুড়া অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন সাকার ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। এর আগে মন্ত্রী প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে কাজিপুরে ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্যকমপ্লেক্সে এবং কাজিপুর উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৪৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। ২৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে