সিরাজগঞ্জ : সাবেক মন্ত্রী সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, বিতর্কিতদের দিয়ে নৌকার বিজয় সম্ভব নয়। তৃণমূলের যোগ্য কর্মীদের হাতেই নৌকা তুলে দিয়ে তাদেরকে মাঠে নামাতে হবে। তবেই আমাদের বিজয় সম্ভব।
লতিফ বিশ্বাস আরো বলেন, সন্ত্রাসী, সনাতন নারী ধর্ষকদের মাঠে নামিয়ে নৌকার জয় সম্ভব নয়। সবাইকে মনে রাখতে হবে নৌকা যদি ফেল করে তাহলে শেখ হাসিনার উন্নয়ন পদযাত্রা স্থবির হবে। অগ্রগতির দেশে জামাত-বিএনপি আবারো দুর্নীতি, জঙ্গি সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করবে। তাই সব ভেদাভেদ ভুলে সবাইকে নৌকার জয় নিশ্চিতে ঐক্যবদ্ধ থেকে মাঠে নামতে হবে।
আব্দুল লতিফ বিশ্বাস আজ শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপালপুর ফুটানী মার্কেটে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
তিনি বলেন, 'যদি ৩০ ডিসেম্বর আমার আসনে নৌকার জয় না হয় তাহলে নেতাকর্মীদের সবার খবর আছে। নৌকার যদি বিজয় না হয় তাহলে আমি কাউকে ছাড়বো না। তাই দুঃখ-বেদনা ঝেড়ে এখন থেকেই সবাইকে বাড়ি-বাড়ি গিয়ে ভোট চাইতে হবে।'
এ সময় সদিয়াচাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম মাস্টার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবীব, অধ্যক্ষ মাসুদ রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোপাল চন্দ্র প্রামাণিক, কামাল আহমেদ, শহিদুল ইসলাম তালুকদার, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, আনোয়ার হোসেন, ওসমান গণি, লেবু বেপারীসহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।