সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মন্ত্রী চেয়ে আমরণ অনশননবগঠিত মন্ত্রিসভায় সিরাজগঞ্জ জেলার ছয় আসনের যে কোনও একটি থেকে একজনকে মন্ত্রী করার দাবি জানিয়ে আমরণ অনশন করছেন সাংবাদিক, লেখক, সমাজসেবক ও গবেষক পরিচয়দানকারী সোহেল রানা মিলন। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে তিনি এ আমরণ অনশনে বসেন।
সোহেল রানা মিলন বলেন, তার বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় শাহজাহানপুরে। তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে প্রতিবার আমাদের জেলায় একজন মন্ত্রী ছিল। এবার প্রথম মন্ত্রী দেওয়া হয়নি। তাই অনতিবিলম্বে আমাদের জেলায় একজনকে মন্ত্রী দেওয়া হোক।’
সিরাজগঞ্জ জেলায় কোন এমপিকে আপনি মন্ত্রী হিসেবে দেখতে চান জানতে চাইলে তিনি বলেন, ‘উল্লাপাড়ায় আছে তানভীর ইমাম। তার বাবা প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছেন, ওনাকে না দিলেও চলবে। স্বপন এমপি সাবেক উপমন্ত্রী ছিলেন তাকে না দিলেও চলবে। আব্দুল মোমিন মন্ডল নতুন ছেলে, তেমন অভিজ্ঞতা নাই, ওনার কথা না বলি। কিন্তু সদরের এমপি হাবিবে মিল্লাত মুন্না তিনি দীর্ঘ ১০ বছর যাবত মাঠে আছেন। মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি স্কুল, রাস্তাঘাট, কলেজ সর্বোপরি উন্নয়ন করেছেন। তাই আমি মনে করি উনাকে মন্ত্রী দেওয়া উচিত।’
হাবিবে মিল্লাত মুন্নাকে কেন মন্ত্রী হিসাবে দেখতে চান জানতে চাইলে তিনি বলেন, ‘মিল্লাত সদরের এমপি। উত্তরবঙ্গে যেতে হলে শহরের ওপর দিয়ে যেতে হয়। আর কোনও ভিআইপি গেলে প্রথম তিনি তাদের রিসিভ করেন। আর তিনি যেহেতু এলাকায় উন্নায়ন করেছেন, মন্ত্রী হলে আরও উন্নয়ন করবেন। তাই তার মন্ত্রী হওয়া দরকার।’
তিনি জানান, তিনি রাতেও অনশনে থাকবেন। তার আশা সরকার দ্রুত তার দাবি মেনে নেবে।