বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯, ১০:৩৬:২০

ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

 ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজারে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বুধবার সকাল ১০ টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একটি দোকানে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

আহতরা উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এখনো আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সকালে সংঘর্ষ চলাকালে বোয়ালিয়া বাজারে বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সাথে বোয়ালিয়া বাজারে থাকা ৫/৬ টি খড়ের পালায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে খবর পেয়ে উল্লাপাড়া ও সলঙ্গা থানা পুলিশ এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করে। 

এ ঘটনায় উল্লাপাড়া ফায়ার সার্ভিস প্রায় ৩০ মিনিট চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বোয়ালিয়া বাজার রাস্তার মধ্যে কাঠ, টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এ সময় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

উল্লেখ্য, গত তিনদিন আগে পাগলা ও কুমারগাতী গ্রামে ধর্মীয় জালসায় দুই দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে আজ এই ঘটনা ঘটে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে