শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯, ০৩:২৭:০৯

কনে রেখেই পালালো বরপক্ষ

কনে রেখেই পালালো বরপক্ষ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লায় বাল্যবিয়ে আয়োজনের দায়ে কাজী ও কনের বাবাকে জরিমানা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এই আদেশ দেন।

সহকারী কমিশনার আনিসুর রহমান বলেন, বৃহস্পতিবার গভীর রাতে মাহমুদপুর মহল্লার ফারুক শেখের মেয়ে ফাইমা খাতুনের (১৪) সঙ্গে বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামের খালেক সরকারের ছেলে রাসেল সরকারের (১৭) বিয়ের আয়োজনের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে বরপক্ষ পালিয়ে গেলেও বর ও কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালত কাজী মাহমুদুল হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

পরে কনের বাবা-মার কাছ থেকে মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা নেয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে