সিরাজগঞ্জ: এবার ঈদুল আজহায় গরুর হাটে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ৪৫ মণ ওজনের রাজাবাবু। রাজাবাবুকে নারায়ণগঞ্জের ফতুল্লায় হাটে বিক্রি করতে এনেছিলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা গ্রামের মানিক ব্যাপারী (৫৫)।
ঈদের প্রায় ১ সপ্তাহ আগে কোরবানির পশুর হাটে তোলা হয়েছিল এই গরুটি। দাম হাঁকা হয়েছিল ১৫ লাখ টাকা। কিন্তু ৩ লাখের ওপরে দাম বলেনি কেউ। উপযুক্ত দাম না পাওয়ায় তাকে বিক্রি করেননি মানিক ব্যাপারী। তাই রাজাবাবুকে নিয়ে যান তিনি।
তিনি জানান, হাটে তোলার আগে এই বিশাল আকারের ষাড়টিকে এক নজর দেখতে তার বাড়িতে শত শত মানুষ প্রতিদিন ভিড় জমিয়েছে। অথচ ক্রেতার অভাবে হাটে এর দাম ৩ লাখের বেশি ওঠেনি।