মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০৮:৫৯:৪০

ঘৌড়দৌড়ের আমেজ সিরাজগঞ্জে

ঘৌড়দৌড়ের আমেজ সিরাজগঞ্জে

সিরাজগঞ্জ : ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতায় সিরাজগঞ্জসহ ৫টি জেলার ঘোড়া অংশ নিয়েছে। জেলার উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের আয়োজনে পূর্ণিমাগাঁতী গ্রামে শুরু হয়েছে ঘৌড়দৌড়। এ প্রতিযোগিতার পাশাপাশি শুরু হয়েছে গ্রামীণ মেলা। এতে এ অঞ্চলের মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। অবশ্য ঘৌড়দৌড় প্রতিযোগিতাটি আজ প্রায় বিলুপ্তির পথে। বই পুস্তকে এ খেলার বর্ণনা মিললেও বাস্তবে খুব একটা চোখে পড়ে না। এসব খেলা বর্তমান প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখতে বছরে অন্তত একবার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করে। সোমবার দুপুর ২টায় খেলার মাঠের দিকে ছুটে চলে হাজারো মানুষ। দলে দলে মানুষ ছুটে চলে ঘৌড়দৌড় দেখতে। প্রতিযোগিতা দেখতে বিকেল ৪টা বাজার আগেই মাঠের চারপাশে হাজারো জনতার ভিড় জমে যায়। গত বছর থেকে নতুন করে শুরু হয়েছে এ খেলা। নতুন করে নিজের এলাকায় ঘৌড়দৌড় চালু হওয়ায় সব বয়সের মানুষই বেশ খুশি। পাঁচদিনব্যাপী এ প্রতিযোগিতা চলার পর আগামী শুক্রবার প্রথম, দ্বিতীয় আর তৃতীয় স্থান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। তবে সোমবারের খেলায় নাটেরের মানিকের বঙ্গবীর ঘোড়া প্রথম ও বগুড়ার মিলনের ঘোড়া ২য় হয়। ঘৌড়দৌড়ের সাথে গ্রামীণ মেলার আয়োজন করায় প্রতিটি বাড়িতে আনন্দ বইছে। এ ব্যাপারে পূর্ণিমাগাঁতী ইউনিয়নের চেয়ারম্যান ও আয়োজক এস এম রাশেদুল হাসান জানান, দাদার আমলের ঐতিহ্য ধরে রাখতেই গত বছর থেকে নতুন করে শুরু করা হয়েছে এ খেলা। স্থানীয়দের বছরে অন্তত একবার বিনোদন দিতেই এ আয়োজন। ৫ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে