শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ১১:২২:১৫

করোনায় বড় বোনের মৃত্যুর সংবাদ শুনে ছোট বোনের মৃত্যু

করোনায় বড় বোনের মৃত্যুর সংবাদ শুনে ছোট বোনের মৃত্যু

সিরাজগঞ্জ: করোনাভাইরাস আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আইসিইউ সংকটে মারা যান কবি মোহন রায়হানের মা মাহমুদা খাতুন। মাহমুদা খাতুনের মৃত্যুর সংবাদ শুনে পথের মধ্যেই মারা গেলেন ছোট বোন সেলিনা খাতুন। শনিবার (১৭ এপ্রিল) কিছু সময়ের ব্যবধানে দুই বোনের মৃত্যু হয়।

বড় বোনের জন্য আজই সিরাজগঞ্জের বাড়ির দিকে যাচ্ছিলেন ছোট বোন সেলিনা খাতুন। সন্ধ্যার দিকে বড় বোনের মৃত্যুর খবর শুনে পথেই ছোট বোনের মৃত্যু হয়।

দুই খালাকে হারিয়ে বাকরুদ্ধ কালের কণ্ঠের সাংবাদিক তৈমুর ফারুক তুষার বলেন, বড় খালা করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি ছিলেন। আজ (১৭ এপ্রিল) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তরের চেষ্টা করা হয়। কিন্তু আইসিইউ পাওয়া যায়নি। পরে দুপুর সাড়ে ৩টায় তিনি মারা যান।

গত ৩ এপ্রিল কবি মোহন রায়হানের মা মাহমুদা খাতুনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে। সংকটজনক অবস্থায় তাকে ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গতকাল (১৬ এপ্রিল) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, অসুস্থতার কারণে তার খাবার খেতে অসুবিধা হচ্ছিল।

ঢামেকের আইসিইউতে কোনো শয্যা পাওয়া যায়নি বলে মাহমুদা খাতুনকে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন ছেলে মোহন রায়হান। দুপুরে নিজের ফেসবুক পেজে তিনি লিখেন- আমার মাকে কি আমি বাঁচাতে পারব না? আমার মা মাহমুদা খাতুন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিসিইউতে নয়, আছেন পিসিসিইউতে। তার অক্সিজেন সেচুরেশন ৬৫-৭০ এ উঠানামা করছে। চিকিৎসক জানিয়েছেন, এখনই আইসিসিইউতে না নিলে আমার মাকে বাঁচানো যাবে না। অনেক চেষ্টা করেও তার জন্য আইসিসিইউর ব্যবস্থা করতে পারিনি। আমার মা ভীষণ কষ্ট পাচ্ছেন, শ্বাস নিতে পারছেন না। আমার জীবনের বিনিময়ে কেউ কি আমার মাকে একটি আইসিইউ বেড দিতে পারেন?

সিরাজগঞ্জের খোকসাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরহাদ হোসেনের স্ত্রী মাহমুদা খাতুন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬। বড় ছেলে প্রয়াত মাহমুদ আলম মধু ছিলেন মুক্তিযুদ্ধে রৌমারী ক্যাম্প কমান্ডার ও স্বর্ণপদকজয়ী জাতীয় ক্রীড়াবিদ। তার দ্বিতীয় ছেলে কবি মোহন রায়হান। মাহমুদা খাতুন পাঁচ ছেলে ও তিন কন্যার জননী।

সিরাজগঞ্জ দিয়ারপাচিল ঈদগাহ মাঠে রাত ১০টায় মরহুমার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে খলিসাকুড়ায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।আরটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে