সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষায় থাকা এক গৃহবধূকে তু'লে নিয়ে সং'ঘব'দ্ধ ধ'র্ষ'ণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২২ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উল্লাপাড়া থানায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে অজ্ঞা'ত ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলায় বাদী অভিযোগ করেন, রবিবার বিকেলে তিনি তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে উল্লাপাড়ার সলপ রেলস্টেশনে যান। প্লাটফর্মের পাশে একটি চায়ের দোকানে স্ত্রীকে বসিয়ে রেখে তিনি ভ্যানভাড়া পরিশোধের জন্য টাকা খুচরা করতে যান। ফিরে এসে দেখেন দোকানটি বন্ধ। এ সময় স্ত্রীকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন তিনি। রাতভর খোঁ'জাখুঁ'জি করেও সন্ধান না পেয়ে বিষয়টি তিনি পুলিশকে জানান।
পরদিন সোমবার সকালে ওই রেলস্টেশন থেকে আধা কিলোমিটার দূরে বেতকান্দি গ্রামের একটি আমবাগানের মধ্যে অসুস্থ অবস্থায় তার স্ত্রীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে উল্লাপাড়া পুলিশের সহায়তায় স্ত্রীকে উ'দ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। স্ত্রী সুস্থ হওয়ার পর তিনি জানতে পারেন কিছু লোক তাকে কৌ'শলে অজ্ঞা'ন করে স্টেশন থেকে তু'লে নিয়ে ওই আমবাগানে রাতভর ধ'র্ষ'ণ করে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে এ ঘটনার মামলা হয়েছে। শিগগিরই আসামিদের শনা'ক্ত ও গ্রেপ্তার করা হবে।
সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মাহফুজ হোসেন জানান, প্রাথমিক তদন্তে ঘটনা সত্যতা মিলেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে অভি'যান শুরু হয়েছে।