সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলছাত্রীকে সং'ঘব'দ্ধ ধ'র্ষ'ণ মা'ম'লার প্রধান দুই আসামিকে গ্রেফ'তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গো'প'ন সংবাদের ভি'ত্তিতে বিশেষ অভি'যান চা'লিয়ে পাবনার চাটমো'হর উপজেলার দাঁদ কয়'ড়া গ্রাম থেকে তাদের গ্রেফ'তার করা হয়।
গ্রেফ'তারকৃতরা হলেন- মাসুদ রানা ও তার আপন বড় ভাই আব্দুল মাজেদ। তারা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাশিনাথপুরের বদিউজ্জামানের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, বুধবার সকালে আসামিদের সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূ'ত্রে জানা গেছে, ওই ছাত্রীর অ'শ্লী'ল ছবি ও ভি'ডিও ধা'র'ণ করে ফে'সবু'কে ছ'ড়ি'য়ে দেওয়ার ভ'য় দেখিয়ে দ'ফা'য় দ'ফা'য় চাঁ'দা নে'য় চার প্র'তা'র'ক। প্রথমে ৪০ হাজার টাকা, পরে মায়ের গয়না বিক্রি করে আরো ৩০ হাজার টাকা দেয় স্কুলছাত্রী।
শেষে প্র'তা'র'ক চ'ক্র'টি শিক্ষার্থীর কাছে আরো ৫০ হাজার টাকা চাঁ'দা দা'বি করলে মেয়েটি দিতে অ'স্বী'কার করে। পরে মাম'লার আসামি সিরাজগঞ্জ সদর থানার একঢা'লা গ্রামের ইমন শেখ ওই শিক্ষার্থীকে গো'প'নে ডে'কে নিয়ে অ'নৈ'তিক প্র'স্তা'ব দেন। ২৭ আগস্ট রাতে তাকে ডে'কে নিয়ে ধ'র্ষ'ণ করে একই গ্রামের হরমুজ প্রামাণিকের ছেলে রাকিব ও বদিউজ্জামানের ছেলে মাসুদ রানা। ওই সময় ধ'র্ষ'ণের দৃ'শ্য মো'বা'ইলে ধা'র'ণ করে মাসুদের বড় ভাই আব্দুল মাজেদ।
গত ৭ সেপ্টেম্বর ধ'র্ষ'ণের শি'কা'র শিক্ষার্থীর বাবা বা'দী হয়ে চার প্র'তা'রকের বিরু'দ্ধে মা'মলা করেন।