সিরাজগঞ্জের কামারখন্দে নির্বাচনে হেরেও তিন হাজার মানুষকে এক বেলা খাওয়ালেন পরাজিত প্রার্থী আবুল কালাম আজাদ।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী আবুল কালাম আজাদ এমন আয়োজন করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চতুর্থ ধাপে গেল রোববার (২৬ ডিসেম্বর) কামারখন্দ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চারটি ইউনিয়নের মধ্যে জামতৈল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কর্ণসূতি গ্রামের প্রার্থী আবুল কালাম আজাদ মাত্র তিন ভোটের ব্যবধানে পরাজিত হন।
আবুল কালাম আজাদ জানিয়েছেন, জনগণের বিপুল ভোটে তিনি বিজয়ী হয়েছেন। কিন্তু কেন্দ্রের দায়িত্বে থাকা ভোটগ্রহণ কর্মকর্তারা অন্য প্রার্থীকে অবৈধ ভাবে বিজয়ী ঘোষণা করেন।
তিনি আরও জানান, ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মনে করেন ঘোষণা যাই হোক না কেন, তারা আমাকে ভোট দিয়েছেন, আমিই বিজয়ী। যার কারণে একটু আনন্দ উৎসবের কারণেই সবাইকে নিয়ে এক বেলা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে স্বতঃস্ফূর্তভাবে প্রায় তিন হাজার মানুষ দুপুরের খাবারে অংশ নেন।