শুক্রবার, ০৭ জানুয়ারী, ২০২২, ০২:২৭:৩৪

প্রতিদ্বন্ধী প্রার্থীকে পরাজিত করে হাতির পিঠে ইউপি সদস্য!

প্রতিদ্বন্ধী প্রার্থীকে পরাজিত করে হাতির পিঠে ইউপি সদস্য!

প্রতিদ্বন্ধী প্রার্থীকে পরাজিত করে ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় সিরাজগঞ্জের তাড়াশে দুই হাতি ও ঘোড়ার গাড়ী ভাড়া করে বিজয় মিছিল করেছেন নব নির্বাচিত ইউপি সদস্য মোঃ ইব্রাহিম হোসেন মৃধা। গতকাল বৃহস্পতিবার বিকালে তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের ৬ নং ওয়ার্ডে ঘটেছে এ হৈ চৈ ফেলে দেওয়া ঘটনা। সেই সঙ্গে নব নির্বাচিত ইউপি সদস্য ইব্রাহিম হোসেন (৩০) ১৫ মণ চাল ও ৩টি খাসি জবাই করে প্রায় ৪ হাজার ভোটার ও এলাকাবাসীকে আপ্যায়ন করেছেন। 

জানা গেছে , পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে তাড়াশ উপজেলার ৪ নং মাগুড়াবিনোদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে প্রথম বারের মতো সাধারণ  ইউপি সদস্য পদে নির্বাচন করেন হামকুড়িয়া গ্রামের আলহাজ্ব মজিবর রহমানের ছেলে ইব্রাহিম হোসেন মৃধা। আর তার প্রতিদ্বন্ধী ছিলেন একই গ্রামের দুই বার নির্বাচিত হওয়া ইউপি সদস্য আনোয়ার হোসেন। 

এদিকে বুধবারের নির্বাচনে ইব্রাহিম হোসেন মৃধা ১৬৯৬ ভোট পেয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন। আর নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের প্রাপ্ত ভোট ছিল ৮৫২। 

অপরদিকে ভোটের দিন ভোট গণনার পর বিজয়ী ইব্রাহিম মৃধার কর্মী সমর্থকরা ১৫ হাজার টাকায় দুটি হাতি ভাড়া করে আনেন। পরে বৃহস্পতিবার দুপুরে সে হাতিকে সাজিয়ে নব নির্বাচিত ইউপি সদস্য ইব্রাহিম হোসেন মৃধার গলায় ফুলের মালা দিয়ে হাতির পিঠে চড়িয়ে বিজয় মিছিল করেন প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ। এতে এলাকায় হৈ চৈ পড়ে যায়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে