এমটিনিউজ ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১০ জন। বুধবার সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ি মোল্লা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইয়ামিন (৩৫) ওই গ্রামের ইউনুস মোল্লার ছেলে।
এলাকাবাসী জানায়, বাঘাবাড়ি মোল্লা পাড়া গ্রামে আমিরুল মোল্লা কর্তৃক সন্ত্রাসী তাণ্ডব, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে গত বছরের ২৭ ও ২৮ অক্টোবর মোল্লা গোষ্ঠির সঙ্গে প্রামানিক গোষ্ঠির হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার সকাল ৮টা থেকে দু’পক্ষের লোকজন হাসুয়া, রামদা, লাঠি, ফালা, হলেঙ্গা, ঢাল ও সুর্কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টাধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
প্রামানিক গোষ্ঠির মিজানুর রহমান ও আব্দুল লতিফ বলেন, দীর্ঘদিন ধরে মোল্লা গোষ্ঠির আমিরুল মোল্লা নানা অপকর্ম করে আসছে। এ নিয়ে প্রতিবাদ করায় বুধবার সকালে তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এরপর সংঘর্ষ শুরু হয়।
এ বিষয়ে মোল্লা গোষ্ঠির কামাল আহমেদ বাবু নামে একজন বলেন, কোনো কারণ ছাড়াই তারা অতর্কিত আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। আমরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ফালার আঘাতে আমাদের ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে উভয় পক্ষকে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি। মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।