সিরাজগঞ্জ প্রতিনিধি : পুলিশ ঘুমিয়ে পড়ায় সুযোগ নিল ডাকাতি মামলার আসামি। সিরাজগঞ্জের শাহজাদপুরে আটক ডাকাতি মামলার এক আসামিকে অটোরিকশায় করে থানায় ফিরছিলেন পুলিশের তিন সদস্য।
একপর্যায়ে পুলিশ ঘুমিয়ে পড়লে হাতকড়া পরা অবস্থায় অটোরিকশা থেকে পালিয়ে যান ওই আসামি। গতকাল বুধবার রাতের এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে আজ বৃহস্পতিবার পুলিশের ওই তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
তিন পুলিশ সদস্য হলেন শাহজাদপুর থানার পুলিশ কনস্টেবল রবিউল করিম, এনামুল হক ও গণেশ চন্দ্র।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, বুধবার রাতে তিন কনস্টেবল কৈজুরী গ্রাম থেকে ডাকাতি মামলার আসামি ভুট্টো মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসছিলেন। পথে অটোরিকশায় তিনজনই ঘুমিয়ে পড়অে ভুট্টো মিয়া হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান।
এ কারণে কনস্টেবল রবিউল করিম, এনামুল হক এবং গণেশ চন্দ্রকে প্রত্যাহার করে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেন, দায়িত্ব অবহেলার কারণে তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম