সিরাজগঞ্জ থেকে : বাসে উঠে দেখলেন দু-চারটা আসন খালি আর প্রায় সব কটায় কেউ না কেউ বসা। বেশ ফুরফুরে মেজাজেই আরাম করে বসে পড়লেন। কিন্তু একটু পরে যখন জানবেন ওরা সবাই ডাকাত, তখন? জ্বি, একটু পরেই আপনার সর্বস্ব লুটে নিয়ে হাত-পা বেঁধে ফাঁকা জায়গায় নামিয়ে দেবে।
সিরাজগঞ্জে এভাবে ডাকাতির অভিযোগে ৩০ জনকে আটক করেছে পুলিশ। তারা দু-চার জন করে যাত্রী তুলে তাদের কাছ থেকে সর্বস্ব ডাকাতির কথা স্বীকার করেছে বলে উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার সন্ধ্যায় উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ডাকাত বহনকারী ৫২ সিটের একটি কোচ জব্দ করা হয়।
সেখান থেকে টাঙ্গাইলের শাহ আলম (২৮), ভুয়াপুরের রঞ্জু খাঁ (২৫), আশুলিয়ার আলামিন (২৬), বাগেরহাটের আমিন মোল্লা (২৮), মানিকগঞ্জের মহর আলী (২৬), ঝিনাইদহের সবুজ বিশ্বাস (২৮), পাবনার আলামিন (৩০), তেঁতুলিয়ার ফজলুর রহমানসহ (২৮) ৩০ ডাকাতকে আটক করা হয়।
এছাড়া ওই কোচ থেকে রাজধানী পরিবহন, রজনী গন্ধা পরিবহন, মিম-ঐশী পরিবহন, এসবি পরিবহন, শাহ পরান পরিবহনসহ কয়েকটি বাসের নামফলক, প্রচুর দড়ি, একটি চাকু ও একটি রামদা উদ্ধার করা হয়।
ওসি বলেন, “এই কোচটিতে যারা সব সময় যাত্রী হিসেবে থাকে তারা সবাই ডাকাত।” প্রায় ৪ মাস ধরে তারা এ কাজ করে আসছে বলে পুলিশকে জানিয়েছে। তাদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা হয়েছে। -বিডিনিউজ
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস