রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১০:৫২

বিয়ের আসরে ধরা খেল ঘটক

বিয়ের আসরে ধরা খেল ঘটক

সিরাজগঞ্জ : বয়স না জেনে কনের সন্ধান দেয়ায় এবার বর, বরের বাবার সঙ্গে খেসারত দিতে হলো ঘটককে।  ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের রায়গঞ্জে। বাল্যবিয়ের আয়োজন করায় বর, বরের বাবা ও ঘটকসহ চারজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সন্ধ্যার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আক্তার এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বরের বাবা সিরাজগঞ্জ সদর উপজেলার জগতগাতি গ্রামের তোফাজ্জল সরকার (৫০), বর ইউসুফ আলী (১৮), ঘটক একই এলাকার মসলিম উদ্দিন (৬৫) এবং কনের আত্মীয় রায়গঞ্জ উপজেলার হাটকান্দা গ্রামের আব্দুল শেখ (৬২)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল আক্তার বলেন, ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন চলছিল।  গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় বর, বরের বাবা ও বিয়ের ঘটকসহ চারজনকে আটক করা হয়।  পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক মাস করে কারাদণ্ড দেয়া হয়।

রাতেই তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে