তাড়াশ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের তাড়াশে অনুষ্ঠিত হয়েছে বউ মেলা। নারীরা যেন অবাধে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও গৃহস্থালি সরঞ্জামাদি কেনাকাটা করতে পারেন সেজন্য যুগ যুগ ধরে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
শনিবার (১৬ মার্চ) উপজেলার নওগাঁ ইউনিয়নের হযরত শাহ্ শরীফ জিন্দানী (রহঃ) মাজার শরীফ চত্বরে এ মেলার আয়োজন করা হয়। চৈত্র মাসের প্রথম বৃহস্পতি ও শুক্রবার দুই দিন ব্যাপী ওরস শরীফ শেষে মেলার আয়োজন করে মাজার কমিটি।
শনিবার দুপুরে বউ মেলায় হাজারো মানুষের উপস্থিতি চোখে পড়ে। অনেককে কেনা-কাটা শেষে বাড়ি ফিরে যেতে দেখা গেছে রাস্তায়। এ মেলায় যেন গৃহবধূদের ঢল নেমেছে। তাছাড়া শিশু, কিশোরী, যুবতী থেকে শুরু করে উৎসুক জনতার কোনো কমতি ছিল না। বিশেষ করে শিশু-কিশোরীদের হাতে হাতে দেখা মেলে বিভিন্ন ধরনের খেলনা।
নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া গ্রামের গৃহবধূ দিপালী রানী বলেন, এ মেলাতে প্রতিবছর আসেন। এখন হাটে-বাজারে বাঁশ ও বেতের গৃহস্থালি জিনিসপত্র তেমন পাওয়া যায় না। কিন্তু নওগাঁর বউ মেলায় সবই পাওয়া যায়। তাছাড়া দামেও একটু কমে পাওয়া যায় মেলা থেকে জিনিসপত্র কিনলে। মেলা থেকে বেতের ঢাকি ও পাতি কিনেছেন তিনি।
নওগাঁ গ্রামের গৃহবধূ রোজিনা খাতুন বলেন, আমার দুই মেয়েকে নিয়ে মেলায় এসেছি। মেলায় ঘুরতে বেশ ভালো লাগছে। ছোট মেয়ের জন্য মাথার রানী টুপি ও বড় মেয়েকে চুড়ি-মালা কিনে দিয়েছি। মেয়েরা খুব খুশি মেলায় আসতে পেরে।
আজগর আলী নামে বাঁশ-বেতের তৈজসপত্রের এক দোকানদার বলেন, এবারের বউ মেলাতে নারীদের উপস্থিতি বেশি। মূলত তারা বাড়ির নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে মেলায় এসেছেন। আমাদের বেচাকেনাও ভালো হচ্ছে।
নওগাঁ মাজার কমিটির মোতয়াল্লি আব্দুল হাই সরকার বলেন, অন্যান্য বছরের তুলনায় ওরস শরীফে লোকজন কম এসেছেন। কিন্তু বউ মেলা জমজমাট হয়ে উঠেছে। গৃহবধূরা স্বাধীনভাবে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনছেন।