বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ১২:১৪:১১

চৈত্রের শেষ সপ্তাহে হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে গেছে সিরাজগঞ্জ

চৈত্রের শেষ সপ্তাহে হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে গেছে সিরাজগঞ্জ

এমটিনিউজ২৪ ডেস্ক : সারা দেশ যখন তাপদাহে পুড়ছে, তখন চৈত্রের শেষ সপ্তাহে এসে হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে গেছে সিরাজগঞ্জের সকাল।

ভোর থেকেই এমন তীব্র কুয়াশায় আচ্ছন্ন ছিল সিরাজগঞ্জ। ছবি: সময় সংবাদ
রিংকু কুণ্ডু

বুধবার (১০ এপ্রিল) ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় সিরাজগঞ্জ।

সাধারণত তীব্র শীতে এমন কুয়াশা দেখতে পাওয়া যায়। ঘন কুয়াশার জন্য দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে মহাসড়কে যানবাহন চালাতে দেখা গেছে পরিবহন চালকদের। সকাল সাড়ে ৮টা পর্যন্ত তীব্র কুয়াশাচ্ছন্ন ছিল সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের সয়দাবাদের কৃষক আফসার আলী বলেন, চৈত্র মাসে এই রকম কুয়াশা পড়তে পারে, তা আগে কখনও দেখা হয়নি। কুয়াশার সঙ্গে হালকা শীতও লেগেছে। দেখে মনে হচ্ছে যেন মাঘ মাস চলছে।

আরেকজন কৃষক আশরাফ হোসেন বলেন, ভোর থেকেই এই রকম কুয়াশা। একটু দূরের কিছুও দেখা যায় না। গরমের দিনে এমন কুয়াশা কখনই দেখা হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে