সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় গ্রেপ্তার হওয়া আসামি নাজমুল ইসলামকে সঙ্গে নিয়ে চোরাই মাল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিমের (৪৫) মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ধোপকান্দি এলাকায় সংলগ্ন স্বরসতী নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-আর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে সলঙ্গা থানা এলাকা থেকে আসামি নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এরপর তাকে সঙ্গে নিয়ে চোরাই মাল উদ্ধার করতে ধোপাকান্দি এলাকার স্বরসতী নদীর পাড়ে যান। এ সময় আসামি নাজমুল ইসলাম হঠাৎ করেই নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আসামিকে ধরতে পোশাক পরিহিত অবস্থায় এসআই রেজাউলও নদীতে ঝাঁপ দিলে স্রোতের ঘূর্ণিতে তিনি ডুবে যান। অনেক খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করেন।
পরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মি.বিনয় কুমার বলেন, ‘আমি অফিসের কাজে রাজশাহীতে রয়েছি। মর্মান্তিক এ মুত্যুতে পুলিশ সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।