শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১১:৩৯:৩৩

ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু, বাকিদের নেওয়া হয় হাসপাতালে

ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু, বাকিদের নেওয়া হয় হাসপাতালে

এমটিনিউজ২৪ ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুরে ড্রামট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও চার যাত্রী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের গাড়াদহ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিএনজিচালিত অটোরিকশার চালক উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রামের দুলালের ছেলে সুজন (২৮) ও শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা গ্রামের বাহাদুর আলী (৩০)। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রোকনুজ্জামান বলেন, যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশাচালক সুজন ও যাত্রী বাহাদুর ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে