সিরাজগঞ্জ : লাউ পাতা খেল গরু, পিটিয়ে মারলো এক যুবককে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জে। প্রতিপক্ষের মারপিটে সোহেল রানা (২৮) নামে এক যুবক মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে বগুড়া মোহাম্মদ আলী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের কল্যানী পশ্চিম পাড়ার ইটভাটার ম্যানেজার আমিনুল ইসলামের ছেলে। এ ঘটনায় উভয়পক্ষে আহত হয়েছেন নারী-পূরুষসহ ১০জন। নিহতের খবর জানাজানি হলে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের ৮টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, রোববার সকালে কল্যানী পশ্চিম পাড়া গ্রামের প্রতিবেশী বাবলু শেখের গরু সোহেল রানার ফুফু তসলিমার লাউ গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে বাবুলের ভাগ্নে আবু সাঈদের ছেলে সেলিম ও সেতুর সঙ্গে তসলিমার ছেলে সাজুর মধ্যে কথা কাটাকাটি হয়।
তিনি জানান, পরে উভয় পক্ষের পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। প্রতিবেশী বাবলু ও তার বোনজামাই আবু সাঈদের পরিবারের লোকজন মিলে সোহেল রানা, তার স্ত্রী আঁখি বেগম, ফুফু তাসলিমা বেগম ও চাচাতো ভাই রাজিবকে বেধড়ক মারপিট করে। আশঙ্কাজনক অবস্থায় সোহেল রানাকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সে মারা যায়। আহতরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
এদিকে মৃত্যুর সংবাদ গ্রামে ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের ৭/৮টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় নিহতের চাচা মোকাদ্দেস আলী বাদী হয়ে রোববার রাতেই সদর থানায় ১০/১২ জনের নামে মামলা করেছে।
২২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম