রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ০৬:১১:০২

বরের জুতা লুকানো নিয়ে হামলা, অতঃপর যা ঘটলো

বরের জুতা লুকানো নিয়ে হামলা, অতঃপর যা ঘটলো

এমটিনিউজ২৪ ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে হামলার ঘটনায় ভেঙে গেছে বিয়ে। শনিবার (২০ ডিসেম্বর) উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালীর চরে এ ঘটনা ঘটে। এ ছাড়া বরপক্ষ কর্তৃক কনেপক্ষের বাড়িঘরে হামলা ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।  

এ বিষয়ে কনেপক্ষের লোকজন জানান, শুক্রবার দুপুরে গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসেন।

এ সময় মজার ছলে কনেপক্ষের ছোটরদ বরের জুতা লুকিয়ে রাখে। পরে এ বিষয়কে কেন্দ্র করে বরপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বিয়ে করাবে না বলে জানিয়ে দেয়। এ সময় কনের বাড়ির টেবিল, চেয়ার ও ঘরবাড়ি ভাঙচুর করে।

কনের খালা খাদিজা বেগম বলেন, বিয়ের দিন বরকে বরণ করতে স্মার্টফোন ও দশ আনি সোনার চেইনের ব্যবস্থা করেছিলাম।

এ ছাড়া আমরা প্রায় ২০০ লোকের খাবারের আয়োজন করেছিলাম। বরপক্ষ বিয়ে করাবে না বলে চলে গেলে আমাদের সব খাবার নষ্ট হয়। 

এদিকে তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে বিয়ে বন্ধ ও ভাঙচুরের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে