সোমবার, ২১ মার্চ, ২০১৬, ১১:৫৭:৩৬

কনেকে ফেলে মাথায় বিয়ের পাগড়ি নিয়েই পালাল বর

কনেকে ফেলে মাথায় বিয়ের পাগড়ি নিয়েই পালাল বর

সিরাজগঞ্জ প্রতিনিধি : কনেকে ফেলে বিয়ের পাগড়ি নিয়েই পালাল বর।  বাল্যবিয়ের আয়োজন করায় সিরাজগঞ্জের তাড়াশে বরের বাবা ও কনের চাচাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডিতরা হলেন বরের বাবা উপজেলার বারুহাঁস ইউনিয়নের বস্তুল গ্রামের রমাজন আলী (৪২) ও কনের চাচা দেশীগ্রাম ইউনিয়নের শাকমাল গ্রামের নাজির হোসেন (৪০)।

সোমবার শাকমাল গ্রামের আব্দুর রাজ্জাকের ষষ্ঠ শ্রেণিপড়ুয়া মাদ্রাসা ছাত্রীর সঙ্গে রমজান আলীর ছেলে রনি মিঞার (১৩) বিয়ের দিন নির্ধারিত ছিল। খবর পেয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান খাঁন পুলিশ নিয়ে বিয়েবাড়িতে আসেন।

এসময় বরের বাবা ও কনের চাচাকে আটক করা হয়।  এর ফাঁকে পালিয়ে যায় বর।  পরে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও তাদের ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
২১ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে