রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬, ১০:৪৯:৩৩

মোমবাতি জ্বালিয়ে এইচএসসি পরীক্ষা!

মোমবাতি জ্বালিয়ে এইচএসসি পরীক্ষা!

সিরাজগঞ্জ প্রতিনিধি :  বিদ্যুৎ না থাকায় আজ রোববার উল্লাপাড়ায় চার্জার ও মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে এইচএসসি পরীক্ষা।  পরীক্ষা কেন্দ্রের অন্ধকার কক্ষে শিক্ষার্থীদের অনেকেই নিজেরা মোমবাতি জ্বালিয়ে প্রথম দিনের বাংলা পরীক্ষায় অংশ নেয়।

সকাল ৯ টা থেকে ঝড় শুরু হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়।  পরে এ অবস্থাতেই সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়।

উল্লাপাড়া উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে, এ বছর উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, সরকারি আকবর আলী কলেজ ও হামিদা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।  প্রথম দিনেই বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়ে পরীক্ষার্থীরা।

হামিদা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা অন্ধকারে নিজ দায়িত্বে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষায় অংশ নেয়।

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষা শুরুর পর দুপুর ১২টার দিকে বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায়।  এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।


সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, ঝড়ের কারণে বিদ্যুতের তার ছিঁড়ে যায়।  ফলে বিদ্যুৎ সরবরাহ প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে।  এতে পরীক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়।  পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে বিদ্যুৎ লাইন দ্রুত মেরামতের ব্যবস্থা নেয়া হয়।
৩ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে