সিরাজগঞ্জ প্রতিনিধি : ছুটি চাওয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে চড় দিয়েছেন এক শিক্ষক। ওই ছাত্রী এখন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে বেলকুচি উপজেলার তামাই গ্রামের তামাই বালিকা উচ্চ বিদ্যালয়ে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।
ওই স্কুলছাত্রীর বাবা ইসমাইল হোসেন অভিযোগ করেন, টিফিন বিরতির পর তার মেয়ের পেটের ব্যথা শুরু হয়। সে বাড়ি আসার জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটি প্রার্থনা করে। ছুটি না দিয়ে প্রধান শিক্ষক তার কানের ওপর কষে চড় মারেন। এতে মেয়েটির কানের পর্দা ফেটে রক্ত পড়তে শুরু করে।
বেলকুচি উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম গোলাম রেজা বলেন, বিষয়টি শুনেছি। প্রধান শিক্ষকের এ ধরনের আচরণ খুবই দুঃখজনক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হাসান বলেন, বিষয়টি জেনে তামাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অফিসে আসতে বলেছি।
অভিযুক্ত প্রধান শিক্ষক সাইদুল ইসলাম বলেন, নামাজ পড়ার জন্য যাচ্ছিলাম। ছাত্রীটি হঠাৎ এসে ছুটি চায়। ছুটি দিতে রাজি না হলে সে বিরক্ত করে। এ সময় এগিয়ে এলে তাকে চড় দিই।
২৫ এপিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম