মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩৯:৪১

স্ত্রীর পেটে লাথি মারা সেই এসআইয়ের ঠাঁই হলো কারাগারে

স্ত্রীর পেটে লাথি মারা সেই এসআইয়ের ঠাঁই হলো কারাগারে

সিরাজগঞ্জ : যৌতুকের দাবিতে স্ত্রীর পেটে লাথি মারা সেই এসআইয়ের ঠাঁই হলো কারাগারে।  স্ত্রীকে লাথি মেরে গর্ভপাত ঘটানোর অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের আলোচিত এসআই আনিছুর রহমান এখন কারাবন্দী।

বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ শিশু ও নারী নির্যাতন ট্রাইবুন্যাল আদালতে হাজিরা দিতে গেলে বিচারক অরুপ কুমার গোস্বামী তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এসআই আনিছুর রহমান মেহেরপুর জেলার আমলি আদালতে কর্মরত থাকলেও দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, পাবনার চাটমোহরের বাঘলবাড়ী গ্রামের আখের আলীর ছেলে উপ-পরিদর্শক (এসআই) আনিছের সঙ্গে ২০১১ সালে ১৪ লাখ দেনমোহরে সিরাজগঞ্জের তাড়াশের মাগুড়াবিনোদ ইউনিয়নের ঘরগ্রামের হাফিজুর রহমানের মেয়ে রোজিনা পারভীনের বিয়ে হয়।

তাদের সংসারে একটি ৩ বছর বয়সের ছেলেও রয়েছে।  সম্প্রতি আনিছুর শ্বশুরের কাছ থেকে ৩ লাখ টাকা যৌতুক আনতে স্ত্রীকে চাপ দেন।  রোজিনা তাতে রাজি না হওয়ায় মেহেরপুরে থাকাকালীন তাকে বেধড়ক মারপিট করে তাড়াশে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

গত ৮ মে আনিছ নিজেই শ্বশুরবাড়ি গিয়ে টাকা চান।  টাকা না পেয়ে ঝগড়ার একপর্যায়ে রোজিনার পেটে লাথি মারেন তিনি।  এতে প্রচণ্ড রক্তক্ষরণে তার গর্ভপাত ঘটে।  পরে রোজিনা তার স্বামী, ভাসুর, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
৬ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে