মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৪৪:১০

‘নেতা হওয়ার জন্য চাঁদাবাজি’

 ‘নেতা হওয়ার জন্য চাঁদাবাজি’

সিরাজগঞ্জ : সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, মহাসড়কগুলোতে কোনো বিলবোর্ডের দরকার নেই।  কিন্তু চাঁদাবাজরা  এমপি-মন্ত্রীর ছবিসহ নিজেদের নেতা বানাতে মহাসড়কের পাশে বিলবোর্ড লাগায়।  আসলে তারা নেতা নয়, চাঁদাবাজি করতেই এসব করে তারা।

তিনি বলেন, আগামী ২ মাসের মধ্যে বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল পর্যন্ত আরিচা মহাসড়কের আদলে নিউ জারসি বেরিয়ার নির্মাণ করা হবে।  কয়েকদিনের মধ্যে কাজ শুরু করে ঈদুল আজহার আগেই তা শেষ করা হবে। এই মহাসড়কটি ফোর লেনে রুপান্তরিত করা হবে বলে জানান মন্ত্রী।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর সংযোগ মহাসড়কের দুর্ঘটনা প্রবণ এলাকা মুলীবাড়ি রেলক্রসিং এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এরই মধ্যে গাজীপুরের চৌরাস্তা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ফোর লেনের নির্মাণকাজ শুরু হবে।  এই কাজের কার্যাদেশ প্রদান করা হয়েছে।  পরে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে হাটিকুমরুল পর্যন্ত ফোর লেনের কাজ করা হবে।  পর্যায়ক্রমে যতগুলো মহাসড়ক রয়েছে প্রতিটিকেই ফোর লেনে রুপান্তরিত করা হবে।

এ সময় সড়ক ও সেতু বিভাগের চিফ ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, সড়ক বিভাগের অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম, ময়মনসিংহ জোনের প্রধান প্রকৌশলী শাহাব উদ্দিন খান, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ, জেলা সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
মন্ত্রী বলেন, মহাসড়কে ব্যাটারিচালিত যানবাহন চলতে পারবে না।  এসব যানবাহন মহাসড়কে যানজট সৃষ্টি সহ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।  মহাসড়ক থেকে ব্যাটারিচালিত যানবাহন বন্ধ করার জন্য প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।

তিনি বলেন, অদক্ষ চালকের জন্যই দুর্ঘটনা ঘটছে।  গতি নিয়ন্ত্রণ করলে দুর্ঘটনার সংখ্যা এমনিতেই কমে আসবে।  দূরপাল্লার কোচগুলোতে একজন করে চালক থাকেন।  বেশি সময় ধরে যানবাহন চালানোর একপর্যায়ে ক্লান্ত হয়ে ঝিমুনির ভাব এলে দুর্ঘটনার কবলে পড়েন।  
২১ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে