মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৪৬:২৫

সিরাজগঞ্জ বি,এল স্কুলের শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা

সিরাজগঞ্জ বি,এল স্কুলের শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা

এস,এম.নজরুল ইসলাম (সিরাজগঞ্জ প্রতিনিধি): সিরাজগঞ্জ বি,এল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক নুরুল আলম শেখের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। ১০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে পাকা সড়কের উপর তার উপর হামলা চালিয়ে বেদম মারপিট করে। এলাকার লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে দ্রুতভাবে সটকে পড়ে।এ সময় আহত শিক্ষককে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সিরাজগঞ্জ থানায় আহত শিক্ষক জানান,সিরাজগঞ্জ শহরের জানপুর ব্যাংকপাড়া মহল্লায় নিজস্ব জমির উপর পাকা ভবন নির্মান কাজ শুরু করায় জানপুর মহল্লার মতিন ও শরিফের নেতৃত্বে ৬জন চাঁদাবাজ ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে গত বুধবার সকাল সাড়ে ৯টায় তার উপর পরিকল্পিত হামলা করা হয়। সিরাজগঞ্জ থানায় এ ব্যাপারে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ দুই চাঁদাবাজকে গ্রেফতারে অভিযান শুরু করেছে। চিকিৎসকরা জানান, এখন তার অবস্থা আশংকামুক্ত। সরকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে হামলার নিন্দা ও আসামীদের গ্রেফতার দাবী জানানো হয়েছে।
২৬শে জুন, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
 
 
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে