সিরাজগঞ্জ : আটক করা হয়েছে বগুড়ার শেরপুর উপজেলার কুঠিবাড়িতে বোমা বিস্ফোরণে নিহত সিরাজগঞ্জের জামুয়া গ্রামের জঙ্গি তরিকুলের ভগ্নীপতি মো. আতাউল্লাহ ওরফে বাহাদুর আলীকে (৩০)।
১৮ জুলাই সোমবার ভোররাতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নতুনপাড়া জামে মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আতাউল্লাহ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মাইঝভান্ডারী গ্রামের মওলানা মোহাম্মদ আবু ইউসুফের ছেলে। ২০১৩ সাল থেকে তাড়াশের প্রত্যন্ত এ মসজিদে ছদ্মবেশে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
পুলিশ সুপার মিরাজ উদ্দিন জানান, তার নেতৃত্বে ডিবি ও তাড়াশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জঙ্গি তরিকুলের বোন সাকেরা খাতুনের দ্বিতীয় স্বামী আতাউল্লাহ ওরফে বাহাদুর আলীকে গ্রেফতার করে।
তিনি জানান, তার কাছ থেকে ১৬টি জিহাদী বই জব্দ করা হয়েছে। গত ৩ এপ্রিল তরিকুল নিহত হওয়ার পর থেকেই বাহাদুর ও তার স্ত্রী সাকেরা পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ তিন মাস পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।
এসপি জানান, সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে উস্কানি দিয়ে তথাকথিত জিহাদের মাধ্যমে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে এ অঞ্চলে পাঁয়তারা করে আসছিল আতাউল্লাহ।
তিনি জানান, প্রত্যন্ত অঞ্চলে বসে নেটওয়ার্ক তৈরি করে জেএমবি সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে সহায়তা করছিল সে। মাত্র ছয় মাস আগে নিহত জঙ্গি তরিকুলের বোনকে বিয়ে করে সে।
১৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম