বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬, ০৬:১৯:২৫

‘চাপাতি বদরুল’ অর্থনীতি সমিতি থেকে বহিষ্কার

‘চাপাতি বদরুল’ অর্থনীতি সমিতি থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক: সিলেট সরকারী মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টায় নৃংশসভাবে কোপানোর ঘটনায় এবার বদরুল আলমকে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সংগঠন অর্থনীতি সমিতি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার দুপুরে অর্থনীতি সমিতি আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বদরুল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র। তার রেজিস্ট্রেশন নম্বর ২০০৮২৩১০৫৬ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক।

বুধবার জরুরি সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান ও সমিতির সভাপতি প্রফেসর সৈয়দ হাসানুজ্জামান। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বহিষ্কারের পরিপ্রেক্ষিতে বদরুল আলমকে অর্থনীতি সমিতি থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজীবন বহিষ্কারের প্রাথমিক ধাপ হিসেবে তাকে (বদরুল) সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’ তবে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে বদরুলকে আজীবন বহিষ্কার করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত সোমবার এমসি কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম এমসি কলেজের পুকুর পাড়ে নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। বর্তমানে নার্গিস রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়।-বাংলাট্রিবিউন

০৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে