সোমবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:২৭:৩২

মাইকিং করে দিরাইয়ে নিজ বাড়িতে সুরঞ্জিতের শেষকৃত্য আজ

মাইকিং করে দিরাইয়ে নিজ বাড়িতে সুরঞ্জিতের শেষকৃত্য আজ

সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাইয়ে নিজ বাসভবনেই আজ সোমবার বিকেলে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য সম্পন্ন হবে। ইতোমধ্যেই শেষকৃত্যের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শেষ শয্যার চিতা সাজানো হবে সুরঞ্জিত সেনগুপ্তের প্রিয় চন্দন কাঠ দিয়ে।

চিতায় তোলার আগে তাকে ধর্মীয় বিধিবিধান অনুযায়ী শেষ স্নান করানো হবে। পরে চিতায়শালে তার একমাত্র ছেলে সৌমেন সেনগুপ্ত মুখাগ্নি (মুখে আগুন) করবেন। শেষকৃত্যের অংশ নিতে দিরাই-শাল্লা উপজেলার প্রত্যন্ত এলাকায় মাইকিং করা হয়েছে।

দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দার জানান, ‘দিরাইয়ের নিজ বাসভবনের এক কোণে সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন জায়গা থেকে শেষকৃত্যে অংশ নিতে লোকজন আসতে শুরু করেছেন। ’

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ-উদ-দৌলা তালুকদার জানান, ‘শেষকৃত্য শুরু হবে বিকেলে। শেষকৃত্যের আগে দিরাই বিএডিসি মাঠে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতার মরদেহ রাখা হবে।’

উল্লেখ্য,  রবিবার ভোর চারটার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ মর্গে সংরক্ষণ করা হয়। সোমবার সুনামগঞ্জে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে।
০৬ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে