 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
নিউজ ডেস্ক: সুনামগঞ্জ-২ আসন (দিরাই-শাল্লা) উপনির্বাচনে আওয়ামী লীগের প্রয়াত জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে তার সহধর্মিণী ড. জয়া সেনগুপ্ত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে ৫৬টি কেন্দ্রের ফলাফলে জয়া সেনগুপ্ত পেয়েছেন ৫৫ হাজার ৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. ছায়েদ আলী মাহবুব হোসেন (সিংহ প্রতীক) পেয়েছেন ১৯ হাজার ৫৯৭ ভোট।
৩০ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস