নিউজ ডেস্ক: সুনামগঞ্জসহ দেশের ছয়টি জেলার হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল বলেছেন, হাওরাঞ্চলের কৃষকদের আগামী বৈশাখী ফসল তোলার আগ পর্যন্ত সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি অব্যাহত রাখতে হবে।
গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, হাওর অঞ্চলের মানুষের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে এনজিওগুলো। তাদের ঋণের দেৌরাত্ম্য মোকাবেলায় সরকারিভাবে সুদবিহীন ঋণের ব্যবস্থা করতে হবে।
চরমোনাইয়ের পীর বলেন, আমাদের দেশে বেশিসংখ্যক মানুষের মৃতু্য না হলে সেটাকে দুর্যোগ বলা হয় না। সচিব মহোদয় নাকি বলেছেন কোনো এলাকায় অর্ধেক লোক মারা না গেলে সেখানে দুর্গত এলাকা ঘোষণা করা যায় না এটা ঠিক নয়। মানুষের মৃতু্যর সংখ্যা দিয়ে নয়, সংশি্লষ্ট এলাকার ক্ষয়ক্ষতি বিবেচনা করে দুর্গত এলাকা ঘোষণা করা উচিত। '
তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসী, বিত্তবান ও বিভিন্ন সংগঠন, সংগঠনের নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানান।
চরমোনাইয়ের পীর বলেন, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি-অনিয়মের সূক্ষ্ম বিশ্লেষণ হওয়া দরকার। হাওর এলাকায় ঠিকাদারদের অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় এমপির বাড়িতে হামলার ঘটনার তদন্তও দাবি করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস